

Multidisciplinary Research Journal
সহবতি (ISSN- 2454-2512)
Peer Reviewed Research Journal
সম্পাদক : অধ্যাপিকা (ড.) নন্দিনী বন্দ্যোপাধ্যায়
-
Contact : 9434222843 / 9735306820

What is Sahabati ?
Sahabti is a peer Reviewed Research Journal (ISSN- 2454-2512). Whose editor is Dr. Nandini Banerjee (Professor, Bengali Department, University of Kalyani) and co-editor Dr. Tapas Banerjee. This Journal was first published bengali 1422 year. A total of eight Sahabati issues have been published since inception till date. Any Research paper in any language is published hare. Sahabati is one of the platforms to express oneself especially to Resesrchers of Bengali literature and to all the students.
Sahabati Parishad,
Kanakanjali Apartment, kalyani B-7/145, Kalyani, Nadia, 741235

Welcome to Sahabati
‘সহবতি’ (Peer Reviewed Research Journal, ISSN : 2454-2512) একটি ষান্মাসিক গবেষণাধর্মী পত্রিকা। যার প্রথম আত্মপ্রকাশ ১৪২২সালের ২৫শে বৈশাখ। এই যুগের অন্যতম শ্রেষ্ঠ মহামানবের আর্বিভাবক্ষণকে সাক্ষী রেখেই ‘সহবতি’র পথ চলা শুরু। ‘সহবতি’ শব্দের অর্থ একসাথে, অর্থাৎ সম্পাদক, লেখক ও পাঠককে একসূত্রে গেঁথে এগিয়ে চলা। সে চলার প্রতিজ্ঞা নিয়ে আজ ‘সহবতি’র আটটি সংখ্যা প্রকাশিত হয়ে গিয়েছে। যার মধ্যে অষ্টম বর্ষের প্রথম সংখ্যাটিতে ছিল বিশেষ ক্রোড়পত্র (মধুসূদন দত্তের আবির্ভাবের দ্বি-শতবর্ষ স্মরণে) সহ বিবিধ প্রবন্ধ। বহু জ্ঞানী-গুণী মানুষের আশীর্বাদে আজ সে ধন্য। দ্বি-শতাধিক মূল্যবান প্রবন্ধ ‘সহবতি’কে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য গবেষণাধর্মী সাহিত্য পত্রিকা করে তুলেছে। বহু অধ্যাপক, গবেষক তাঁদের কলমে ঋদ্ধ করে চলেছেন 'সহবতি' পত্রিকাটিকে। শুধু বাংলা ভাষা ও সাহিত্যই নয়, বিভিন্ন ভাষা ও বিচিত্র বিষয়ের গবেষণাধর্মী প্রবন্ধের আকর হয়ে উঠেছে ‘সহবতি’, অর্থাৎ এখানে বাংলার পাশাপাশি সংস্কৃত, হিন্দী, ইংরেজি ভাষাতেও সাহিত্য, দর্শন, লোকসংস্কৃতি ইত্যাদি বিষয়ে প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। আগামী দিনে আরো বড়ো হওয়ার স্বপ্নকে সামনে রেখে তার যে পথ চলা শুরু হয়েছে তা আজও অব্যাহত। সকল লেখক ও পাঠককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে, ‘সহবতি’ সর্বদা অঙ্গীকারবদ্ধ।
সহবতি পরিষদ কল্যাণী, বি-৭/১৪৫ কনকাঞ্জলি অ্যাপার্টমেন্ট, নদীয়া








