

At Bengali Department

2022-02-21


Awarded with
"RABINDRA RATNA PURASKAR" 2024


Awarded with
"Indo Spanish International Award" 2024

message
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া
বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া।
নিজের ভেতরের সীমাবদ্ধতার বেড়া ভেঙে বেরনোর নামই মনুষ্যত্বের শিক্ষা যা অন্যান্য জীবকূল থেকে মানুষকে আলাদা করেছে। এই যে ‘শিক্ষা’ শব্দটি এটি কিন্তু একমাত্র আছে মানুষের অভিধানেই। অন্যান্য জীব যে স্বভাব নিয়ে জন্মায় সেই স্বভাবেই বাঁচে। মানুষই একমাত্র সেই স্বভাবকে অতিক্রম করতে চায় নানা সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে যার অন্যতম অবশ্যই সাহিত্য সৃষ্টি এবং সেই সৃষ্টিকে সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ। একথা ভাবলে সত্যিই তো অবাক হতে হয় যে এতবড়ো পৃথিবীতে মানুষই কেবল লেখাপড়া করে, বৈজ্ঞানিক আবিষ্কার করে, গান-বাজনা- ছবি আঁকার কাজে নিজেকে নিয়োজিত করে। এই শিক্ষার জগতের সাথে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি বলে ধন্য মনে করি। ছাত্রী বা গবেষিকা হিসেবে পথ চলতে চলতে কলেজে এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে পারছি এবং বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত, এ ঈশ্বরের অমেয় আশীর্বাদ। এই চলার পথে যে মণিমুক্তো কুড়োলাম তা যেন সকলের মাঝে দিয়ে যেতে পারি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হাতে কলম আর চোখের সামনে একখানি বই থাকে এটাই একমাত্র কাম্য।
ধন্যবাদ
অধ্যাপিকা (ড.) নন্দিনী বন্দ্যোপাধ্যায়
Grow Your Vision
Welcome visitors to your site with a short, engaging introduction.